লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ্ ওয়ালা মালজায়া ওয়ালা মানজায়া মিনাল্লাহে ইল্লা ইলাইহি।
বর্তমানে মুসিবত ছাড়া পেরেশানী ছাড়া লোক খুঁজে পাওয়া মুশকিল।অনেক লোক আর্থিক পেরেশানীর স্বীকার হল।তাদের অন্তরে সদা অভাব অনটনের ভয় থাকে । অভাব থেকে বাঁচার জন্য তারা সারাদিন রুজি রোজগারের পেছনে ভাগতে থাকে দৌড়াতে থাকে।
আবু নুয়াইম এর রেওয়াইত ইবনে আবি শাইব ঐ হাদসটি লিখেছেন।নবী করিম (সা:) এরশাদ করেছেন,যে ব্যাক্তি এই দো’য়াটি পড়বে,আল্লাহ তার থেকে ৭০টি মুসিবত দুর করে দেবেন।
আর সে ৭০টি মুসিবতের মধ্যে সবচেয়ে ছোট্র যে মুসিবত তা হলো: আভাব-অনটন।
لاحول ولاقوة الا بالله ولاملجا ولامنجا من الله الا اليه
বাংলা উচ্চারণ : লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। দুআটি মুখ¯’ থাকলে তো ভালো। না থাকলে মুখ¯’ করে নিন। নিয়মিত পাঠ করুন। সব রকম সমস্যা থেকে নাজাত পাবেন, ইনশাআল্লাহ।
لاحول ولاقوة الا بالله ولاملجا ولامنجا من الله الا اليه
বাংলা উচ্চারণ : লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। দুআটি মুখ¯’ থাকলে তো ভালো। না থাকলে মুখ¯’ করে নিন। নিয়মিত পাঠ করুন। সব রকম সমস্যা থেকে নাজাত পাবেন, ইনশাআল্লাহ।
দুঃশ্চিন্তাগ্রস্তদের জন্য সান্তনা : কানযুল উম্মালে বর্ণিত আছে, যে ব্যক্তি ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তায়ালা তার দুঃশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্তি দান করবেন। لا إِلَهَ إِلا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ এখানে ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের শর্তারোপ করা হয়েছে। কারো অন্তরে এ ব্যাপারে সন্দেহ থাকলে সে সুফল পাবে না।
বি:দ্র: পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে।

No comments:
Post a Comment