Friday, August 30, 2019

ফেরেশতারা স্বর্ণের কলম দিয়ে আপনার নাম লিপিবদ্ধ করবে তা হলো:দরুদ শরীফ। বৃহ:বার আসর থেকে শুক্রবার আসর পর্যন্ত এ আমলটি করতে হয়।

হযরত ওকবা বিন আমের (রা:) বর্ননা করেন নবী করিম (সা:) এরশাদ করেন, আল্লাহ তায়ালা খাস নুর দ্বারা স্পেশাল নুর দিয়ে কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের ডিউটি হলো যারা জুমার রাত ও জুমার দিন আমার উপর দরুদ পাঠ করে তা লিপিবদ্ধ করা, (তাদের আর কোন ডিউটি নাই)।
তারা শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধায় দুনিয়ার জমিনে আসে শুক্রবার সূর্য্যাস্ত পর্য্ন্ত দুনিয়ার জমিনে বিচরন করে) এসব ফেরেশতা সাথে করে স্বর্ণের কলম নিয়ে আসেন আর সে কলমের দোয়াতও নিয়ে আসেন যে কালি রুপার কালি এবং ফেরেশতারা সাথে করে স্বর্নের বা নুরের রেজেষ্ট্রার বুক নিয়ে আসেন(লিখার জন্য নোট বুক সাথে করে নিয়ে আসেন)।
তারা সে রেজিষ্ট্রার বুকে নবী করিম(সা:) এর আমার উপর দরুদ ও সালাম ছাড়া আর কিছুই লিখেন না। তারা তাতে কে বা কারা দরুদ পাঠ করেছে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্য্যন্ত কে কতবার দরুদ পাঠ করেছে তাও লিপিবদ্ধ করে, শুক্রবার সন্ধায় তারা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তারা সে দরুদ এর রেজিষ্ট্রার কপি এক কপি আরশে মুয়াল্লায় নিয়ে যায়, এক কপি আমার সমিয়ে পেশ করে।
দরুদে ইব্রাহিম:
আল্লাহুম্মা ছাল্লিআলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলাআলি মুহাম্মাঁদিন কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ।
আসুন আমরা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধা থেকে পরের দিন শুক্রবার সন্ধা পর্যন্ত আমাদের প্রিয় নবী সা: এর উপর বেশী বেশী দরুদ পাঠ করি এবং নিজেদের নাম ফেরেশতাদের নুরানী রেজিষ্ট্রার বুকে লিপিবদ্ধ করিয়ে নিই।

No comments:

Post a Comment

ছোট্ট একটি তাসবিহ কিন্তু সাওয়াব-ফজিলত অনেক বেশি।

উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। ত...