Friday, August 30, 2019

প্রশান্তি প্রাপ্তি এবং মনের দু:খ পেরেশানী দুর করার দোয়া:

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।
অনেক সময় মানুষ দু:খী হয় আর চিন্তা করে আমি একা মানুষ আমার কোন বিপদ আপদের সংগী নেই।মা-বাবা মৃত্যু বরণ করেছে , কার কাছে যাবো ? কার কাছে দু:খ বুঝাবো ? তাদের জন্য নবী করিম (সা:) এরশাদ করেন, কানজুল উম্মালের হাদিস, কুরআনের একটি আয়াত তিন বার অত্যন্ত একিনের সাথে বিশ্বাসের সাথে যদি পড়ে,তাহলে আল্লাহ তা’য়ালা দু:খ ভারাক্রান্ত হ্রদয়ে প্রশান্তি নাজিল করবেন।
এই ছোট আয়াতটি তিন বার একিনের সাথে পাঠ করতে হবে।
”লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।”
বি:দ্র: পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে।

No comments:

Post a Comment

ছোট্ট একটি তাসবিহ কিন্তু সাওয়াব-ফজিলত অনেক বেশি।

উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। ত...