আল্লাহ হলেন মহা সুন্দর, আল্লাহ হলেন মহা ক্ষমতার অধিকারী,তিনি হলেন মহাজ্ঞানী।
বিশ্বনবী বলেন: “কোন ফাসেক/মোনাফেক/ইসলাম বিরোধী/আল্লাহ বিরোধী/নবী বিরোধী/কোরআন বিরোধীদের প্রসংশা যদি করা হয়,মুহুর্তের মধ্য আল্লাহ আরশটা কাপঁতে শুরু করে দেয়।”
বিশ্বনবী বলেন: “কোন ফাসেক/মোনাফেক/ইসলাম বিরোধী/আল্লাহ বিরোধী/নবী বিরোধী/কোরআন বিরোধীদের প্রসংশা যদি করা হয়,মুহুর্তের মধ্য আল্লাহ আরশটা কাপঁতে শুরু করে দেয়।”
আমাদের সমাজে ইসলাম বিরোধীদের প্রসংশা আছে। ইসলাম বিরোধীদের প্রসংশা করা যাবে না, কোন ফাসেকের প্রসংশা করা যাবেনা। প্রশংসা হবে মু’মিনের।
আল্লাহ বলেন: আলহামদুলিল্লাহ - সকল প্রসংশার মালিক এক জন, তিনি হলেন-আল্লাহ। হামদু মানে প্রসংশা,আলহামদু মানে সব প্রশংসা। প্রসংশার যত প্রকার হতে পারে,যত ধরন হতে পারে,যত ডিজাইন হতে পারে,যত কিসিমের প্রসংশা হতে পারে, সব প্রসংশার মালিক একমাত্র আল্লাহ।
আল্লাহর প্রসংশা করতে হবে বেশী বেশী, বেশী প্রসংশা করলে লাভ আছে। বিশ্ব নবী মসজিদে নববীতে সালাত আদায় করছেন, রুকুতে গিয়েছেন,রুকু থেকে উঠে বলেছেন: সামি আল্লাহ হুলিমান হামিদা।পেছন থেকে সাহাবারা পড়েছেন,রাব্বানা ওয়ালাকাল হামদ।এক সাহাবী বাড়িয়ে পড়েছেন, হামদান কাছিরান তৈয়্যীবান মুবারাকান ফিহী।
নামাজ শেষে নবী জিজ্ঞেস করলেন, এই চারটি তাসবিহ্ কে পড়েছে ? ভয়ে কেউ দাড়ায় না। নবী বললেন: ভয় নেই বলো।এক সাহাবী বললেন: নবী মাফ করে দেন, আমি পড়েছি।বিশ্ব নবী বললেন: কেন পড়েছ ? আমি তো শিখাই নাই। সাহাবী বললো:ও নবী আল্লাহর তসবীহ কম কম পড়লে আমার পোষায় না,আমার পড়তে মনে চায় বেশী বেশী।
বিশ্ব নবী বললেন, ভয় নাই , চিন্তা নাই, তোমরা দেখ নাই। আমি দেখেছি নামাজ অবস্থায় আমি টের পেয়েছি। তোমার এই তসবিহর সওয়াব কে কার আগে আল্লাহ আরশে পৌছে দেবে এই নিয়ে ত্রিশ জনেরও বেশী ফেরেশতা প্রতিযোগীতা করছিল।
এজন্য সব সময় প্রশংসা কার ? আল্লাহর। বেশী বেশী । প্রসংশা করলে নিয়মত বাড়িয়ে দেন , আল্লাহ। আল্লাহ বলেন: যদি নেয়ামতের শুকরিয়া করো,যদি প্রসংশা করো আমি আল্লাহ বাড়িয়ে দেব,আর যদি কুফরী কর তাহলে জেনে রেখ,কঠিন শাস্তি অবধারিত।
বিশ্ব নবী আল্লাহর প্রসংশা সবচেয়ে বেশী করতেন।আল্লাহ কাছে দো’য়া করতেন: ”আল্লাহু্ম্মা ওয়াজ আলনী সবুরা,ওয়াজ আলনী সাকুরা,ওয়াজ আলনী ফি আইনী সাগিরা,ওয়া ফি আইয়্যুনীন নাছি কাবীরা।”আল্লাহ আপনি আমারে ধৈর্য্যশীল বানান,আপনি আমারে শোকর গুজার বানান,আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান।-আমিন।
শোকর গুজার বান্দা হতে হবে, যে অবস্থায় থাকি না কেন,বলতে হবে : আলহামদুলিল্লাহ। আপনি আপনার অবস্থানে থেকে খুশী না ? না ? আপনি এই অবস্থানে থেকে আল্লাকে গালি দেন ? অনেকে আপনার এ অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম করে যাচ্ছে।আপনি যেই অবস্থানে আছেন,এটা আপনার ভাল লাগে না।কিন্তু আপনার এই অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন। তারা সংগ্রাম করে যাচ্ছে কোন একদিন তারাও আপনার মতো একটা সুন্দর অবস্থানে আসবে।-সুবহানআল্লাহ।

No comments:
Post a Comment