DAB এর উৎপত্তি মূলত আমেরিকা থেকে। সেখানে স্যাটানিজম নামে একটি ধর্ম আছে,যারা শয়তানের পূজা করে থাকে। মূলত: তারা একে অপরের সাথে দেখা হলে কুশল বিনিময়ের পূর্বে DAB দেয়।
আস্তে আস্তে তাদের এই DAB দেয়ার রীতিটি বিভিন্ন সংস্কৃতিতে সঞ্চালিত হতে থাকে খুবই সুকৌশলে। আধুনিক ডান্সে DAB এখন একটি অপরিহার্য্য অংশ হয়ে দাড়িঁয়েছে।
খেলার মাঠে খেলোয়ারেরা তাদের জয়োৎসব পালন করে DAB দিয়ে।
সিনেমারা বিভিন্ন দৃশ্যে অত্যন্ত সুকৌশলে DAB ঢুকিয়ে দেয়া হচ্ছে।
২০১৬-১৭ এর দিক দিয়ে এই DAB আমেরিকা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
বেশীর ভাগ মানুষ না জেনেই শুধুমাত্র আধুনিকতার সাথে তাল মেলাতে DAB য়ে।
American pop community & some great businessmen follows সাতানিসম (শয়তানের উপাসনা)।
DAB এর পূর্ণরূপ Devils are bright. যার অর্থ অনেকটা এরকম দাড়ায়- "শয়তানেরা চিরউজ্জল" (নাউজুবিল্লাহ)।
এটা সাতানিসম বা শয়তানের পূজা কে প্রমোট করে।জঘন্যতম শিরকের একটি এটি। কারন, এই চিহ্ন দ্বারা শয়তানকে সিজদাহ করা বোঝানো হয়। এটা আল্লাহ্-তায়ালাকে সিজদাহ করার বিপরীত। বর্তমানে তারকা খেলোয়াড়দের থেকে শুরু করে অনেকেই এই চিহ্নের অনুকরণ করছে। এটাকে ফান হিসেবে দেখছে।
কিন্তু এই কাল ফান আপনার জাহান্নামে যাওয়ার কারন হতে পারে! এটি ইলুমিনাতি (Illuminati) বা শয়তানের পূজারিদের দ্বারা মুসলিমদের ক্ষতিগ্রস্ত করার জন্য ছড়ানো। অনেক স্বনামধন্য তারকাদেরই এই দলের অন্তর্গত।
সুতরাং আসুন, DAB দেয়া থেকে বিরত থাকি। যারা জানে না তাদের সচেতন করি। ঈমান আক্বীদা রক্ষা করি। আমিন।

No comments:
Post a Comment