জন্মের পর থেকে আমরা দৌড়ের উপর আছি,লেখা-পড়া-চাকুরী-ব্যাবসা টাকা কামানো ইত্যাদি নিয়ে।আমরা ভুলেই গিয়েছি,মারা যেতে হবে - এ কথাটি। আমরা এমনভাবে জীবন যাপন করি যেন, কোন দিন মারা যাবো না।
রুজি রোজগারের জন্য দৌড়াতে দৌড়াতে একদিন হঠাৎ মৃত্যু চলে আসে। কোন প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই, আমল কামাই করা ছাড়া, খালি হাতে কবরে চলে যেতে হয়। তাই আসুন,মরার পূর্বে প্রস্তুতি নিতে থাকি।আমল করতে থাকি।
আল্লাহ মুমিনদের নামে সুরা দিলেন আবার কাফেরদের নামেও সুরা দিলেন।দেখুন,কুরআনের ব্যালেন্স কত সুন্দর।আবার মুমিনও না কাফেরও না মাঝামাঝি ঐ দলের নামেও সুরা দিলেন:সুরাতুল মুনাফেকন।সুবহানআল্লাহ।
আমরা মুনাফিক হতে চাই না, মু’মিন হয়ে চাই।
”ইমানের পথে অবিচল থেকে,আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার,তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে,আমার মরণ যেন হয়।”-আমিন।
তোমারই কাছে মিনতি আমার,তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে,আমার মরণ যেন হয়।”-আমিন।
আমরা ইমানের জীবন চাই, ইমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই, আল্লাহ তুমি কবুল করে নাও।
বিশ্ব নবী বলেন, যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না তারা মু’মিন হতে পারে না। আর শাহাদাতের তামান্না অন্তরে রেখে এলোকটা যদি বিছায় ঘুমের মধ্যে মারা যায়,শহীদদের কাতারে কেয়ামতের দিন তার দাড় করিয়ে দেবেন আল্লাহ।
”আমাকে শহীদ করে ঐ মিছিলে শামিল করে নিও।
যে মিছিলের নেতা মীর হামজা,খোবায়েব,খাব্বাব
আল্লাহর কাছে যারা অতি প্রিয়।
শামিল করে নিও।
আমাকে শহীদ করে ঐ মিছিলে শামিল করে নিও।”
- আমিন।
যে মিছিলের নেতা মীর হামজা,খোবায়েব,খাব্বাব
আল্লাহর কাছে যারা অতি প্রিয়।
শামিল করে নিও।
আমাকে শহীদ করে ঐ মিছিলে শামিল করে নিও।”
- আমিন।
মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদেনা ওমন ফারুক (রা:) আল্লাহর কাছে দোয়া করতেন, “ ও আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন,আমার মৃত পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্ব নবীর শহর মদীনায় আমার মৃত্যু দেন।” ওনার দোয়া কবুল করে নিয়েছেন,আল্লাহ। উনি আততায়ীর আঘাতে ইন্তেকাল করেছেন।উনার কবরটা আছে,বিশ্ব নবীর কবরের পাশে আবু বকর (রা:) এর কবর তার পাশে ওমর ফারুক (রা:) শুয়ে আছেন। সুবহানআল্লাহ।
”দুই সাথীকে পাশে নিয়ে হায়,ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়,
আমি সইতে পারি না বিরহ জ্বালায়,ধন্য করো দীদারে,
ডেকে লাও মা’বুদ আল্লাহ রাওজা পাকের কীনারে।”
-আমিন।
আমি সইতে পারি না বিরহ জ্বালায়,ধন্য করো দীদারে,
ডেকে লাও মা’বুদ আল্লাহ রাওজা পাকের কীনারে।”
-আমিন।
বিশ্ব নবীকে স্বপ্নে দেখা অনেক বড় নেয়ামত,চাইলেই বিশ্ব নবীকে স্বপ্নে দেখা যায় না।আল্লাহ যাকে এই নিয়ামত দিতে চায়,তাকে দেয়।সবাইকে দেয় না।এই নেয়ামতটাও চাইতে হবে,আল্লাহর কাছে।
আর এর জন্য নবী করিম (সা:) এর উপর বেশী বেশী দরুদ শরীফ পাঠ করতে হবে।
আল্লাহ যেন আমাদের নসীবে শাহাদাতের মৃত্যু প্রদান করেন। আমরা আল্লাহর কাছে ইমানের মৃত্যু চাই। - আমিন।

No comments:
Post a Comment