Friday, September 6, 2019

আল্লাহ ৫শ্রেনীর মানুষের উপর সব সময় রাগান্বিত।

(১) রাসুলে করিম (সা:) বলেন, ”ঐ ক্ষমতা বান শাসক যাকে আল্লাহ তা’লা ভুখন্ডের আধিপত্য দিয়েছেন,রাজত্ব দিয়েছেন।যাকে শাসন করার ক্ষমতা দিয়েছেন।যিনি সরকার প্রধান,যিনি রাজত্ব পেয়েছেন,যিনি শাসক। হে দুনিয়ার শাসকমন্ডলীগন,রাসুলে করিম (সা:) তোমাদের ব্যাপারে বলে গেছেন,শাসন ক্ষমতা পাওয়ার পর যদি,কেউ কারও উপর জুলুম করে, ঐ জালেম শাসকের উপর আল্লাহ তা’লা সর্বদা ২৪ ঘন্টা রাগান্বিত।
(২) ঐ নেতা, যাকে সমাজের সব লোকেরা মিলে নেতা বানিয়েছে,ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সবাই আপনাকে ভালাবেসে নেতা বানিয়েছে কিন্তু আপনি তাদের ভালবাসার মান রক্ষা না করে তাদের সাথে খারাপ আচরন করলেন,কথায় কথায় টাকার গরম দেখালেন, ক্ষমতার গরম দেখালেন শক্তির গরম দেখালেন-এধরনের খারাপ অভ্যাস গুলো যার কাছে থাকবে, তার উপর আল্লাহ তা’লা ২৪ঘন্টাই রাগান্বিত।
(৩) ঐ পরিবারের প্রধানের উপর আল্লাহ রাগান্বিত,যে পরিবারের প্রধান,পরিবারের লোকদেরকে কোরআনের কথা বলে না,কোরআনের তাফসিরের প্রতি ডাকে না,কোরআনের শিক্ষা দেয় না,কোরআনের কানুন প্রতিষ্ঠার কথা বলে না, সন্তানদেরকে নামাজের কথা বলে না।
(৪) যে শ্রমিকের মূল্য দেয় না,কাজ আদায় করে নেয় কিন্তু শ্রমিকের মূল্য সঠিকভাবে দেয় না-ঐ ব্যাক্তির উপর আল্লাহ ২৪ ঘন্টা রাগান্বিত।
(৫) ঐ ব্যাক্তি যে স্ত্রীর দেন-মোহর পরিশোধ করবে না।

No comments:

Post a Comment

ছোট্ট একটি তাসবিহ কিন্তু সাওয়াব-ফজিলত অনেক বেশি।

উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। ত...