(১)ফজরের নামাজ জামাতে আদায় করা।
(২)মিস্ওয়াক্ করা।
(৩)তেল মালিশ করা(জায়তুনের তেল):বিশ্ব নবী জায়তুনের তেল চুলে এবং দাড়িতে দিতেন।
(৪)আতর-সুগন্ধি ব্যাবহার করা।
(৫)সুন্দর জামা পরিধান করা।
(৬)বেশী বেশী দরুদ পড়া।
(৭)সুরাতুল কাহাফ তিলাওয়াত করা।
(৮)মসজিদে আগে আগে যাওয়া।
(৯)মানুষের ঘাড় ডিংগিয়ে সামনে না যাওয়া।
(১০)মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নাহ।
(১১)চুপ থেকে খুতবা শোনা।
(১৩)হেটে হেটে মসজিদে যাওয়া সুন্নাহ।
(১৪)ঘুম আসলে জায়গা পরিবর্তন করে বসা অথবা চোখে পানির ঝাপটা দেয়া।
(১৫)মাগরীরেবর আগে আসরের পরে দোয়া করলে দোয়া কবুল হয়।
Subscribe to:
Post Comments (Atom)
ছোট্ট একটি তাসবিহ কিন্তু সাওয়াব-ফজিলত অনেক বেশি।
উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। ত...
-
আল্লাহ হলেন মহা সুন্দর, আল্লাহ হলেন মহা ক্ষমতার অধিকারী,তিনি হলেন মহাজ্ঞানী। বিশ্বনবী বলেন: “কোন ফাসেক/মোনাফেক/ইসলাম বিরোধী/আল্লাহ বিরোধী/ন...
-
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ্ ওয়ালা মালজায়া ওয়ালা মানজায়া মিনাল্লাহে ইল্লা ইলাইহি। বর্তমানে মুসিবত ছাড়া পেরেশানী ছাড়া লোক খুঁজে ...
-
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন। অনেক সময় মানুষ দু:খী হয় আর চিন্তা করে আমি একা মানুষ আমার কোন বিপদ আপদের সংগী...

No comments:
Post a Comment