Wednesday, September 4, 2019

Common Sense Is The Most Uncommon Thing.



নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেড়িয়ে আসবে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন। মন আপনাকে ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত। এ আদালত কখনো আপনাকে ঠকাবে না। নিজে নিজে বোঝাপরা করবেন। চিন্তা গবেষনা করবেন। আল্লাহর দেয়া Common Sense কে কাজে লাগাবেন। আমাদের ”আকল” নামক একটা জিনিস আছে।


No comments:

Post a Comment

ছোট্ট একটি তাসবিহ কিন্তু সাওয়াব-ফজিলত অনেক বেশি।

উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। ত...